Blog
সুনামগঞ্জের গহীন হাওর তীরের এক মনোরম গ্রাম জয়শ্রীতে আমার জন্ম। হাওরের রূপ রঙ গন্ধ গায়ে মেখে বড় হয়েছি। পৃথিবীর অনেক দেশ, অনেক শহর, অনেক জনপদ আমি হেঁটেছি কিন্ত বাংলাদেশের অবহেলিত এই হাওরের সৌন্দর্যের সাথে কারও মিল এখনও পাইনি। আর পাবো বলেও মনে হয় না। মাঝে মধ্যেই ভাবি হাওর পাড়ের আমার জয়শ্রীতে চলে যাই। যাওয়া আর হয় না।

আমার গ্রাম আমার ফেলে আসা 'সেই সময়গুলো' আর নিজের দায় থেকে মাঝে মধ্যে কিছু লিখি। সেইসব লেখার কিছু এখানে -